দেশের নতুন উপরাষ্ট্রপতি নিয়ে জল্পনার শেষ নেই রাজনৈতিক মহলে

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০১/০৮/২০২৫ : আগামী ৯ই সেপ্টেম্বর দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
কিছুদিন আগেই (২১শে জুলাই) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকর। তাঁর ইস্তফা গৃহীত হওয়ায় উপরাষ্ট্রপতি পদটি বর্তমানে খালি রয়েছে। সেই পদেই নতুন উপরাষ্ট্রপতি পেতে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়েছে। তারা জানিয়েছে দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন করতে তারা প্রস্তুত। সেইমত আগামী ২১আগস্টের মধ্যেই এই পদের জন্যে আবেদনকারীর নাম জমা দিতে হবে, ২২ যাত্রীকে নিরাপত্তাজনিত পরীক্ষা হবে. ২৫ তারিখে নাম প্রত্যাহার করার শেষ দিন।
ইন্ডিয়া জোটের তরফ থেকে মল্লিকার্জুন খাড়গে ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি পদের জন্যে সঠিক প্রার্থীর খোঁজ করতে শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে। সঠিক প্রার্থীর সন্ধান করছে বিজেপিও। সেপ্টেম্বর মাসের ৯ তারিখে দেশের নতুন উপরাষ্ট্রপতিকে নির্বাচন করবেন সাংসদেরা। দেশের নতুন উপরাষ্ট্রপতি নাম সেদিনই ঘোষণা করা হবে । দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হিসেবে বেশ কিছু নাম নিয়ে জল্পনা চলছে, তবে সেই জল্পনার মধ্যেই সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুরের নাম ঘুরে ফিরে আসছে।
![]()