চাকরির শেষ প্রান্তে এসে এসিপি হলেন এনকাউন্টার স্পেশালিস্ট বাস্তবের দয়া  নায়েক 

“দয়া, ইয়ে দরওয়াজা তোর দো” সিআইডির এই ডায়ালগ কে না জানে ? কিন্তু বাস্তবের ‘দয়া’কে দেখেছেন কখনো ?

বাস্তবের ‘দয়া’ , দয়া নায়েক এবং সিরিয়ালের ‘দয়া’ দয়ানন্দ শেঠি 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ৩১/০৭/২০২৫ : টিভি চ্যানেলে সিআইডি সিরিয়ালের দৌলতে ‘দয়া’ একজন বিখ্যাত পুলিশ অফিসার। কিন্তু বাস্তবের দয়া  নায়েককে কত জন চেনে ?  মুম্বই  পুলিশের সিনিয়র অফিসার দয়া  নায়কের সাথে আসুন পরিচয় করিয়ে দিই. 

এই খাব্রতের সঙ্গে যে ছবিটা দেখা যাচ্ছে, তিনি হলেন বাস্তবের দয়া  নায়েক, মুম্বই  ক্রাইম ব্রাঞ্চের একজন সিনিয়র অফিসার, তবে যিনি এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবেই খ্যাত পুলিশ মহল এবং অপরাধের জগতে। জীবনে কত যে এনকাউন্টার করেছেন তার ইয়াত্তা নেই.  সাফল্যে ভরা তাঁর কেরিয়ার। 

দয়া  নায়েককে আজ এসিস্ট্যান্ট কমিশনার (এসিপি) পদে বসানো হল. আজ থেকে তিনি এসিপির পোশাক পড়বেন, কিন্তু আগামী পরশু তাঁর অবসর গ্রহণের দিন. রিটায়ারমেন্টের মাত্র দুই দিন আগে টানে এসিপি করে দেওয়া হল. এই দুই দিন তিনি  এসিপি পদে থেকে নিজের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

এই ব্যাপারে দয়া নায়েক বলছেন, “আমার জীবনে এই যে জার্নিটা আমি পেয়েছি, মুম্বই  পুলিশ তথা দেশকে সেবা করতে পেরে আমিগর্বিত। আমি খুশি। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।” এক্স হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেছেন দয়া নায়েক।


Loading

Leave a Comment