কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে দেওয়া হচ্ছে। প্রবল অসুবিধায় পড়তে চলেছেন নিউ গড়িয়ার মানুষ –

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৭/২০২৫ : অনির্দিষ্টকালের জন্য বন্ধ গেল কলকাতার কবি সুভাষ মেট্রো স্টেশন। সম্পূর্ণ ভেঙে ফেলে এই স্টেশনটিকে ফের গড়ে তোলা হবে, এমনটাই জানানো হয়েছে।
কলকাতা মেট্রো রেলের কবি সুভাষ স্টেশনটি মূলত তৈরি করা হয়েছিল বেশ কিছু পিলারের ওপর। ওই পিলারগুলি রীতিমত কমজোরী হয়ে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
ভালো করে নিরীক্ষণের পর দেখা গিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারগুলির কয়েকটিতে চিড় ধরে গিয়েছে।
পিলারগুলিতেভেতটাই চিড় ধরেছে যে তার ওপরে থাকা লাইনের ওপর দিয়ে রেল নিয়ে যাওয়া রীতিমত বিপজ্জনক। তাই কলকাতা মেট্রোর উত্তর – দক্ষিণ শাখার দক্ষিণ প্রান্তে থাকা কবি সুভাষ (নিউ গড়িয়া) স্টেশন্তিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হল রেল দপ্তর।
একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রাখা হয়েছে ওই মেট্রো স্টেশনটি। যাত্রী সুরক্ষা স্বার্থে ঐ স্টেশনটি সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন স্টেশন বানানো হবে। অন্তত এক বছর সময় লাগবে নতুন স্টেশন তৈরি করতে।
![]()