দেওঘরে পুণ্যার্থী বোঝাই বাসে দুর্ঘটনা, মৃত ৬, আহত ২৪

ভয়াবহ দুর্ঘটনা দেওঘরে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে 

আজ খবর (বাংলা) [দেশ] দেওঘর, ঝাড়খন্ড,  ২৯/০৭/২০২৫ :  ঝাড়খন্ড রাজ্যের দেওঘর থেকে একটি বড়সড় দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এখানে পুণ্যার্থী বোঝাই বাস সজোরে গিয়ে ধাক্কা মারে একটি ট্রাকের পিছনে, এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের এবং আহত হয়েছেন অন্ততপক্ষে ২৪ জন মানুষ।  দুর্ঘটনাস্থল থেকে তাঁদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভোরবেলায় কানোয়ার পুণ্যার্থী বোঝাই একটি রিজার্ভ বাস দেওঘর থেকে বাবা ধামের দিকে যাচ্ছিল। ঐ বাসে শুধুমাত্র কানোয়ার  (যাঁরা বাবার মাথায়  যে ঢালবেন, বাঁক  নিয়ে যাচ্ছিলেন) পুণ্যার্থীরাই ছিলেন, তাঁরা সবাই বিহার থেকে আসছিলেন। এদিন ৩২ আসনের ঐ  বাসটি মোহনপুর থানার জামুনিয়া অরণ্যের কাছে নাওয়াকুড়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মেরে প্রায় ২০০ ফুট মত গড়িয়ে চলে যায় বাসটি।

বাসের চালক দুর্ঘটনাস্থলেই মারা যান. এই ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন মোট ২৪ জন, এঁদের মধ্যে ৬ জনের চিকিৎসা চলছে এইমস হাসপাতালে। বাকিদের ভর্তি করা হয়েছে সদর হাসপাতালে।  কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।  এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্যে শোক প্রকাশ করেছেন প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


Loading

Leave a Comment