ভোটএর আগে বাঙালি জাত্যাভিমানে শান দিলেন মমতা।

গতকালই বোলপুরে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে গিয়েই তিনি নানুর সভার খোঁজ খবর নেন। নানুর দিবসে গতকাল ফিরহাদ হাকিম, মলয় ঘটকরা বাঙালি অস্মিতাকে তুলে ধরে ভাষণ দেন। আজ সকালে প্রশাসনিক বৈঠক সেরেই মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল মিছিল পা মেলান।
তৃণমূলের শোভাযাত্রা বোলপুরের ট্যুরিস্ট লজ থেকে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করে জামবনী বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছায়। মিছিলে অংশগ্রহণকারীদের হতে বাংলা অক্ষরের কাট আউট ছিল। আর ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুলের ছবি।
দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে আটকে রাখা হচ্ছে, তাঁদেরকে হেনস্থা করা হচ্ছে, বাংলায় কথা বললেই তাঁদেরকে বাংলাদেশী বলা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই গত ২১শে জুলাই শহীদ দিবসের দিন ভাষা আন্দোলনের ডাক দেন তিনি। এই ভাষা আন্দোলন চলবে আগামী বছর ভোট পর্যন্ত। এদিন প্রচুর মানুষ যোগদান করেন তৃণমূলের ভাষা আন্দোলনের শোভাযাত্রায়।
![]()