শ্রাবন মাসের তৃতীয় সোমবার ভোরে পুজো দেওয়ার জন্যে মন্দির ছিল ভীরে ঠাসা। ঘটনাটি ঘটে রাত্রি আড়াইটা নাগাদ।
আজ খবর (বাংলা) [দেশ] বরাবাঁকি. উত্তরপ্রদেশ, ২৮/০৭/২০২৫ : উত্তরপ্রদেশের বরাবাঁকিতে অবনেশ্বর মন্দিরে মাঝরাতে পদপিষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মত ৩০ জন আহত হয়েছেন। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, উত্তরপ্রদেশের বরাবাঁকিতে অবনেশ্বর শিব মন্দিরে ব্রহ্মা মুহূর্তের শিব দর্শন প্রার্থীরা গতকাল গভীর রাত্রি থেকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁরা যেখানটাতে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই জায়গায় মাথার ওপর টিনের শেডের ওপরে বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে। সেই তারে বিদ্যুৎ সংযোগ ছিল, যার ফলে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এই আতঙ্কে দৌড়োদৌড়ি শুরু হয়ে যায়। আর সেখানেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।মন্দির চত্বরে এই দুর্ঘটনা ঘটে রাত্রি আড়াইটা নাগাদ। মত ৩০ জনকে কাছাকাছি হায়দরগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। আহতদের পাশাপাশি দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।