দক্ষিণবঙ্গের মত উত্তপ্ত উত্তরবঙ্গের জেলাগুলিও,গোটা রাজ্যেই বৃষ্টি নামার দরকার আছে। রাজ্যবাসী এই মুহূর্তে বৃষ্টির অপেক্ষায়

আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কথা আছে.।. দক্ষিণবঙ্গের ৯টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোথাও বলা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে থাকবে বলে মনে করা হচ্ছে। অবশ্য আবহাওয়া পরিবর্তনের ওপর নজর রাখাও হচ্ছে।
সমুদ্র উপকূল অঞ্চলগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের দাপট সেই জায়গাগুলিতে একটু বেশি থাকতে পারে। আগামী রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে তাই মৎস্যজীবীদের এই কয়েকটা দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে এই কয়েকদিন অতিরিক্ত জলোচ্ছাস হতে পারে,যে কারনে উপকূলবর্তী কিছু জায়গা জলে ভরে যেতে পারে। দক্ষিণবঙ্গের এই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে আগামী সোমবার পর্যন্ত। তারপর ধীরে ধীরে আবহাওয়া বদলাতে শুরু করবে,বৃষ্টিও কমতে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় বৃষ্টি নামতে পারে আগামী রবিবার থেকে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘ্লাভাব বজায় থাকবে। তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে জানা গিয়েছে। তবে দার্জিলিং জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজ থেকেই।
![]()