স্বাধীনতা দিবসের আগে গুজরাট থেকে ধরা পড়ল চার আল কায়দা জঙ্গী 

স্বাধীনতা দিবসের কিছুটা আগেই এই জঙ্গীরা ধরা পরে যাওয়ায় গোয়েন্দাদের সুবিধা হল আরও তথ্য বের করে আনার। আরও কি কেউ কোথাও লুকিয়ে আছে , গর্ত থেকে টেনে বের করতে হবে তাদেরকেও। 

আজ খবর (বাংলা), [দেশ],  আহমেদাবাদ, গুজরাট, ২৩/০৮৭/২০২৫ : গোপন সূত্ৰেখবর পেয়ে একটি কঠিন অভিযান চালিয়ে গুজরাট থেকে চার সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করল  এটিএস।

গোপন সূত্র মারফত খবর পেয়ে এটিএস জওয়ানরা গুজরাট থেকে চার সন্ত্রাসবাদীদেরকে গ্রেপ্তার করেছে। এই সন্ত্রাসবাদীরা আল কায়দা জঙ্গী গোষ্ঠীর ভারত সম্পর্কিত দোলে কাজ করছিল বলে জানা গিয়েছে। এই চার সন্ত্রাসবাদী কোনো কারনে একত্রিত হয়ে থাকতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন। তাঁদের একটি জায়গায় হাজির হওয়ার খবর পেয়েই অভিযানে ঝাঁপিয়ে পড়েন এটিএস জওয়ানরা।  তাদেরকে গ্রেপ্তার হয়েছে। 

 ধৃতরা হল আমেদাবাদের মহম্মদ ফারদিন, উত্তর প্রদেশের নয়ডার জিসান আলী, আরাবল্লীর মোদাসার সাইফুল্লা কুরেশি এবং দিল্লীর মহম্মদ ফাইক।  এই চার জনকেই আটক করা হয়েছে। পুলিশ এদের জিজ্ঞসাবাদ করছে। ঠিক কি কারনে ের গুজরাটে সমবেত হয়েছিল, কি উদ্দেশ্য ছিল তাদের সেটাই জানার চেষ্টা চলছে। এই সন্ত্রাসবাদীদের সমবেত হওয়ার সাথে আসন্ন স্বাধীনতা দিবসের কোনো যোগসূত্র  সেটাই বোঝার চেষ্টা চালানো হচ্ছে। 


Loading

Leave a Comment