বিহার হল দেশের প্রথম রাজ্য যেখানে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারের সংখ্যা হবে ১২০০র কম 

এই ব্যবস্থা সম্ভবত গোটা দেশেই চালু হতে চলেছে 

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ২২/০৭/২০২৫ : দেশের মধ্যে বিহার হল প্রথম রাজ্য যেখানে ভোটগ্রহণ কেন্দ্রে ভোটদাতার সংখ্যা হবে ১২০০-র কম। ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ভোটদাতাদের দীর্ঘ লাইন এড়াতে ১২,৮১৭ টি নতুন ভোটগ্রহণ কেন্দ্রকে যুক্ত করা হয়েছে। 

বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনে ২৪ জুন ২০২৫-এর নির্দেশিকায় অতীতে ভোটগ্রহণ কেন্দ্র পিছু ১৫০০ ভোটদাতার বিষয়টিকে সংশোধন করে তা ১,২০০-য় নির্দিষ্ট করা হয়। ১২,৮১৭ টি নতুন ভোটগ্রহণ কেন্দ্র যুক্ত হওয়ায় বর্তমানে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০,৭১২ তে। বিহারের এই সাফল্য অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও অনুসরণ করা হবে।

সিইও, ডিইও-রা, ইআরও-রা এবং বিএলও-রা সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ২৯.৬২ লক্ষ ভোটারের গণনা ফর্ম এপর্যন্ত সংগৃহীত না হওয়ার বিষয়টি বিস্তারিত জানিয়েছেন। এছাড়াও ৪৩.৯৩ লক্ষ ভোটারের উল্লেখ করা বাড়ির ঠিকানায় তাদের খুঁজে না পাওয়ার বিষয়টিও জানানো হয়েছে। ১২টি প্রধান রাজনৈতিক দলকে অনুরোধ করা হয়েছে যাতে তারা এই সব অবশিষ্ট ভোটারদের সঙ্গে তাদের জেলাসভাপতি এবং বুথ স্তরের এজেন্ট মারফৎ যোগাযোগ করেন। এর উদ্দেশ্য হল নির্বাচন কমিশন চায় কোনো যোগ্য ভোটাদাতার নাম যাতে খসড়া ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে পয়লা আগষ্ট ২০২৫।


Loading

Leave a Comment