ফের হাতির হামলায় মৃত্যু ডুয়ার্সে 

নদীর জলে পা ধুয়ে সাফ করছিলেন ঐ  ব্যক্তি, ঐ  নদীতেই বিকেলবেলায় জল পান করতে এসেছিল হাতিটি। 

আজ খবর (বাংলা), [রাজ্য], নাগরাকাটা, জলপাইগুড়ি, ১৯/০৭/২০২৫ : ফের বুনো হাতির আক্রমণে প্রাণ হারালেন নাগরাকাটার এক ব্যক্তি। চাষের কাজ করে বাড়ি ফেরার সময় তিনি হাতির সামনে পড়ে  যান. 

জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে শুক্রবার রাতে নাগরাকাটার খয়েরবাড়িতে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বসন্ত ওরাও। বয়স ৩৫।বাড়ি ভগতপুর চাবাগানের কালিবাড়ি লাইনে।  জানা গিয়েছে গত পাচবছর ধরে বসন্ত ওরাও খয়েরবাড়িতে নিজের দিদির বাড়িতেই  থাকতেন। কাজকর্ম করতেন। 

এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জমি থেকে কাজ করে নদীতে হাত পা ধুছছিলেন।সেই সময় আচমকাই একটি হাতি এসে তাকে আক্রমণ করে। তার চিতকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। কিন্তু হাতি কাছেই দাড়িয়ে থাকায় প্রথমে তাকে উদ্ধার করতে পৰ যাচ্ছিল না।হাতিটি কিছুটা দূরে সরে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। 

খবর পেয়ে সাথে সাথে চলে আসে স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য লতিফুল ইসলাম ও মঞ্জুরুল হক। ছুটে আসেন   খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মিরা। চলে আসেন  নাগরাকাটা থানার পুলিস ও। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Loading

Leave a Comment