ভারতকে ঘিরে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে যে ভূমিকম্প হচ্ছে, সেগুলি সব হচ্ছে মধ্যরাতেই 

মধ্যরাতে ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকে বলেই চিন্তিত ভারত 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ১৯/০৭/২০২৫ :   ভারতকে ঘিরে প্রতিবেশী তিন রাষ্ট্রে ভূমিকম্প অনুভূত হল। একদিন আগেই মায়ানমার এবং হরিয়ানায় ভূকম্পন অনুভূত হয়েছিল। গোটা বিষয়টি নিয়ে সতর্ক থাকছে ভারতও। 

মধ্যরাত্রে ৩:২৬ মিনিট নাগাদ মায়ানমারে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৩.৭; ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০৫ কিলোমিটার গভীরে। গতকালই মায়ানমারের বিভিন্ন জায়গা কেঁপে উঠেছিল ভূমিকম্পে, সেই কম্পনের মাত্রা ছিল ৪.৮ বলে জানা গিয়েছে। ২৪ ঘন্টার মধ্যে ফের কেঁপে উঠল মায়ানমার।

এদিন মধ্যরাত্রে ৩:৫৮ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বতের বিস্তীর্ন অংশ। রিখটার স্কেলে এখানকার ভূকম্পনের মাত্রা ছিল ৩.৬;  ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে  ১০ কিলোমিটার গভীরে। 

এছাড়াও এদিন মধ্যরাতেই ভূমিকম্প অনুভূত হয়েছে আফগানিস্তানে।  রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৪; অবশ্য আফগানিস্তানে এদিন পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।  দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৪; ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানে, ভূপৃষ্ঠ থেকে ১২৫ কিলোমিটার গভীরে। তবে তিন জায়গায় ভূমিকম্প হলেও কোনো জায়গা থেকেই ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর পাওয়া যায় নি এখনও  পর্যন্ত।

একটা জিনিস দেখা যাচ্ছে,  ভারতকে ঘিরে প্রতিবেশী দেশগুলিতে যে ভূকম্পন অনুভূত হচ্ছে সেগুলি সব মধ্যরাতেই হচ্ছে। আর এই বিষয়টিই চিন্তাজনক  বলে মনে করছে ভারত। হরিয়ানায় গতকাল যে ভূকম্পন হয়েছে তাও মধ্যরাতে হয়েছে,  এমনকি কিছুদিন আগে আন্দামান সাগরেও যে ভূকম্পন হয়েছে সেটাও হয়েছে মধ্যরাতেই। 


Loading

Leave a Comment