গরমের সময় সর্বত্র রক্ত সংকট দেখা দিয়েছে, সেই সংকট মেটাতে যে যেটুক উদ্যোগই নিক না কেন, টা নিঃসন্দেহে সাধু উদ্যোগ, প্রশংসনীয়।

আজ খবর (বাংলা), [রাজ্যে] শিলিগুড়ি, দার্জিলিং, ১৩/০৭/২০২৫ : গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এল শিলিগুড়ি ২৩নম্বর তৃণমূল কংগ্রেস কমিটি।
এদিন কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি পার্ক পাশ্ববর্তী স্কুল মাঠে রক্তদান দানের পাশাপাশি স্বাস্থ্যপরিক্ষা ও চক্ষুপরিক্ষা শবিরের আয়োজন করে। গ্রীষ্মকালে রক্তদান শিবির সেভাবে না হওয়ায় সরকারি হাসপাতাল গুলির পাশাপাশি বেসরকারি হাসপাতাল গুলিতে রক্তের সঙ্কট দেখা দেয়।
সেই সঙ্কট মেটাতে উদ্যোগ গ্রহন করে ২৩ নম্বর তৃনমূল কংগ্রেস কমিটি। এদিন এই শিবির থেকে প্রায় ৭৫ইউনিট সংগৃহিত রক্ত তরাই ব্লাড ব্যাঙ্কের কাছে তুলে দেওয়া হয়। এছাড়া ২৩নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা চক্ষুও স্বাস্থ্য শিবিরে পরিক্ষা করান।
২৩নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসআয়োজিত কর্মযজ্ঞে উপস্থিত থেকে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী,২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিল লক্ষী পাল, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা সহ শিলিগুড়ির মহারাজা অগ্রসেন হাসপাতালের ডাক্তাররা।
![]()