একদিকে দেশের ব্যাপক উন্নয়ন, আর একদিকে সেতুর ভগ্নদশা।

আজ খবর (বাংলা), [দেশ], ভাদোদরা, গুজরাট, ০৯ / ০৭/২০২৫ : গুজরাটের ভাদোদরার কাছে আজ একটি সেতু ভেঙে পড়েছে, এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
গুজরাটের আনন্দ ও ভাদোদরার মধ্যে সংযোগকারী গম্ভীরা সেতুটি আজ ভেঙে পড়েছে। ঐ সেতুর ওপর দিয়ে ছুটে যাওয়া প্রায় চার পাঁচটি গাড়ি নিচে মহিসাগর নদীতে গিয়ে পড়েছে। একটি তেলের ট্যাংকারকে বিপজ্জনকভাবে ঝুলে থাকতে দেখা গিয়েছে। বেশ কিছু গাড়ি অল্পের জন্যে বেঁচে গেলেও নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করেছে বেশ কয়েকটি গাড়ি।
আজ সকালে গম্ভীরা সেতুটির একাংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। এই ঘটনায় আজ মোট ৯ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। আহত হয়েছেন বেশ কিছু মানুষ। তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে আহতদের ৫০ হাজার টাকা করে এবং নিহতদের পরিবারের জন্যে ২ লক্ষ টাকা বলে ঘোষণা করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
![]()