উত্তর কলকাতার এই অংশটাতে জল জমার ইতিহাস বেশ পুরোন। এত বছরেও সেভাবে সমাধান মেলেনি।

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৭/২০২৫ : কাটছে না দুর্যোগ, টানা ৫ দিন ধরে চলছে বৃষ্টি, উত্তাল সমুদ্র থেকে ফিরছে একের পর এক মাছ ধরার ট্রলার।
কাটছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রায় পাঁচ দিন ধরে চলছে টানা বৃষ্টি, সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। সমুদ্রে মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনও ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না। কারণ এখন গভীর সমুদ্রে নোঙর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। তাই সব ট্রলার গুলি বাধ্য হয়েই উপকূলের কাছাকাছি অবস্থান করেছে।
এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলার গুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্র পাড়ি দেবে। কিন্তু সমুদ্র শান্ত না হলে কিভাবে তাঁরা মাছ ধরবেন তা নিয়ে এখন চিন্তিত। তবে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দুই থেকে তিন দিন জালে ভালো মাছ পড়েছিল।
এরপর থেকেই হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এখন বেশিরভাগ সময়েই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে, মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে।
আজ সকাল ৬:০০ পর্যন্ত বৃষ্টি হয়েছে — Maniktala – 31 mm, Duttabagan – 30 mm, Marcus Sq. – 23 mm., Ballygunge – 35 mm, Chetla – 25 mm, Mominpur – 38 mm, Kalighat – 28 mm. Jodhpur park – 133 mm, Kamdahari -53 mm, Palmer bridge- 37 mm, Thanthania -31mm Behala f.c.- 27.4 mm, Joka- 21 mm, Dhapa- 34 mm, Topsia – 31mm, Ultadanga – 26 mm.
![]()