স্পিনের ভেল্কিতে ইডেনে ৩ দিনেই ম্যাচ শেষ হতে চলেছে 

 ঘূর্ণি পিচ দাঁড়াতেই দিচ্ছে না ব্যাটারদেরকে

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/১১/২০২৫ :  স্পিনের জাদুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল।  

দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে মোট দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত। তার প্রথমটা খেলা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে , পরের অর্থাৎ দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে আসামের গুয়াহাটিতে।   কলকাতার টেস্ট ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনেই সব উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেদিনই  একটি উইকেট হারিয়ে ফেলেছিল ভারতও। 

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছিল।  ভারতও ১৮৯ রান তুলে অল আউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে শেষ হয়ে যায়। এদিকে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে ভারত মাত্র ৩৮ রান তুলেছে এবং ৪টি উইকেট খুইয়েছে। যশস্বী জয়সিয়াল ০, কে এল রাহুল ১ ও জুৱেল ১৩ ও ঋষভ পন্থ ২ রানে আউট হয়ে যান। জিততে হলে ভারতকে এখনও  ৮৬ রান তুলতে হবে।  দক্ষিণ আফ্রিকার জ্যাসেন  এবং হারমার দুটি করে উইকেট পেয়েছেন।  স্পিনের ভেল্কি  ইডেন গার্ডেন্সে তিন দিনেই টেস্ট ম্যাচ শেষ করে দিতে চুলেছে। ঘূর্ণি পিচ দাঁড়াতেই দিচ্ছে না ব্যাটারদেরকে। 


Loading

Leave a Comment