জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ, আহত কয়েকজন 

গোষ্ঠীদ্বন্দ্ব না পারিবারিক বিবাদ !!

আজ খবর (বাংলা), [রাজনীতি], গোঘাট, হুগলি, ২৭/০৯/২০২৫ : জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল গোঘাটের কুমারগঞ্জে। লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে একে-অপরের উপর হামলার অভিযোগ উভয়পক্ষের। 

ঘটনায় তৃণমূলের অঞ্চল যুব সভাপতি অঞ্জন ঘোষ ও প্রাক্তন ব্লক সহ সভাপতি মোহন মণ্ডলের অনুগামীরা বিবাদে জড়ায়। দুপক্ষের ৯ জন জখম হয়েছেন। জানা গেছে, গোঘাট ২ নং ব্লকের তৃণমূলের সহ সভাপতি মোহন মন্ডলের অনুগামী শেখ ইসমাইলের সঙ্গে বর্তমান তৃণমূলের অঞ্চল যুব সভাপতি অঞ্জন ঘোষের অনুগামী মীর হানিফের দীর্ঘদিন ধরে একটি জায়গা নিয়ে অশান্তি চলছিল। যা আদালত পর্যন্ত গড়ায়। 

এদিন  ইসমাইল ওই জায়গায় নির্মাণ কাজ করতে গেলে তুমুল অশান্তি বাধে। সেইসময় লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনার জেরে জখম হয় উভয়পক্ষের প্রায় ৯ জন।জখমদের উদ্ধার করে কয়েকজনকে কামারপুকুর গ্রামীণ হাসপাতাল ও কয়েকজনকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

যদিও এই ঘটনা গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। গোঘাট-২ ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার দাবি করেন, পারিবারিক অশান্তি থেকে এই ঘটনা ঘটেছে। এরসঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।

 যদিও এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

Leave a Comment