
আজ খবর (বাংলা), [দেশ], পুলওয়ামা, জম্মু ও কাশ্মীর, ৬/০৫/২০২৫ : জম্মু ও কাশ্মীরে বিগত ৪৮ ঘন্টায় মোট ৬ জন সশস্ত্র জঙ্গীকে নিকেশ করা হয়েছে বলে জানালো নিরাপত্তা বাহিনী।
জম্মু ও কাশ্মীরকে জঙ্গীমুক্ত করার লক্ষ্যে রাতদিন কাজ করে চলেছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে, চলছে নাকাবন্দীও। এমনকি উপত্যাকার অরণ্য অঞ্চলগুলিতেও নিয়মিত চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। লাগাতার অনুসন্ধানের পাশাপাশি গোয়েন্দা বিভাগের তৎপরতায় এখনো পর্যন্ত অনেক জঙ্গিকেই নিকেশ করা হয়েছে, তবে গত ৪৮ ঘন্টায় কাশ্মীরের দুই জায়গায় অভিযান চালিয়ে মোট ৬ জন জঙ্গীকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে কাশ্মীর পুলিশ সূত্রে।
গত ৪৮ ঘন্টায় সোপিয়ানের কেলার এবং ত্ৰাল এই দুই জায়গায় অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এই দুই জায়গাতেই অরণ্য সংকুল এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। এই দুই জায়গায় মোট ৬ জঙ্গীর মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইয়ে। অপারেশন সিঁদুরের পর জম্মু ও কাশ্মীর জুড়ে জঙ্গী সাফাই অভিযান শুরু হয়েছে। সেই অভিযানেরই ফসল হল এই জঙ্গীরা।
নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, মৃত এই জঙ্গীদের মধ্যে একজনের নাম হল সাইদ কুটটে। এই জঙ্গী দুইজন জার্মানকে আক্রমন করেছিল এক নেপালীকে হত্যা করেছে এবং পহেলগাঁও হত্যাকাণ্ডের সাথে যুক্ত। কাশ্মীরে জঙ্গিদেরকে অর্থ সরবরাহের কাজও করতো এই জঙ্গী বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।